আমুদরিয়া নিউজ : নতুন বছরের প্রথম দিনে পুজো দিতে পুণ্যার্থীদের ভিড় কোচবিহারের মদনমোহন মন্দিরে। এদিন সকাল থেকেই মদনমোহন ঠাকুরের পুজো দিতে মন্দিরে পুণ্যার্থীদের ভিড় বাড়তে থাকে। পুজো দিতে ভক্ত সাধারণের লম্বা লাইন পড়ে যায়। সকাল গড়িয়ে দুপুর বেলা পর্যন্ত পুণ্যার্থীদের দীর্ঘ লাইন চোখে পড়ে। মদনমোহন ঠাকুরের পুজো দিয়ে নতুন বছরের শুভারম্ভ করতে এদিন কোচবিহার শহর ও সংলগ্ন এলাকার পাশাপাশি আলিপুরদুয়ার, ফালাকাটা, মাথাভাঙ্গা, দিনহাটা, কালজানি থেকেও পুণ্যার্থীরা এই মন্দিরে এসেছেন।
ইংরেজি নতুন বছরের শুরুর দিনে ভীষণ জমজমাট কোচবিহারের ঐতিহ্যবাহী মদনমোহন মন্দির। এদিন পুজো দিতে আসা কোচবিহার শহরের কয়েক জন পুণ্যার্থী জানান, কোচবিহার বাসীর প্রাণের ঠাকুর মদনমোহন বাবা। তার পুজো দিয়ে নতুন বছরে সুখ শান্তি প্রার্থনা করে নতুন বছর শুরু করি। ঠাকুর সবাইকে ভালো রাখুক সেই প্রার্থনা করি। এর পাশাপাশি বছরের প্রথম দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং আনন্দে ভাসতে কোচবিহারের বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থানে এদিন সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। কোচবিহারের এনএন পার্কে ব্যাপক ভিড় হয়। বছরের প্রথম দিনে চুটিয়ে মজা করে শিশুরা।
গান-গল্প-আড্ডায় মারেন শিশুদের অভিভাবক থেকে শুরু করে তরুণ-তরুণীরা। একই রকম চিত্র কোচবিহারের রাজবাড়ি পার্কে। পার্কে থাকা খেলনা সামগ্রী তে মত্ত হয়ে আনন্দে মেতে ওঠে শিশুরা। পার্ক ঘেঁষে থাকা কোচবিহার রাজবাড়িতেও প্রচুর মানুষের ভিড় লক্ষ্য করা যায়। দূর দূরান্ত থেকে বহু দর্শনার্থী এদিন রাজবাড়ি ঘুরতে ও দেখতে আসেন। আড্ডা-গল্পের পাশাপাশি চলে ছবি তোলা ও সেলফি নেওয়া। বছরের প্রথম দিনটিতে এভাবেই আনন্দে ভাসলেন সাধারণ মানুষ। শীতের দুপুরে বছরের প্রথম দিনের আমেজ নিতে এবং আনন্দ উপভোগ করতে কোচবিহারের সাগরদিঘি পাড়েও যুবক-যুবতী থেকে সাধারণ মানুষের সমাগম ছিল চোখে পড়ার মতো।