আমুদরিয়া নিউজঃ তিথি যাই হোক,মনে অষ্টমীর অনুভূতি। আর সেই ছন্দে মেতে উঠেছে মানুষ। সবাইচেনা ভিড় কোচবিহারের বড় দেবী বাড়ি মন্দিরে। মন্ডপ গুলিতেও উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। পঞ্জিকা অনুযায়ী এবার অষ্টমী ও নবমী একই দিনে। পরিবারের মত দুপুর থেকেই বড় দেবী বাড়িতে পুজো দিতে এবং দর্শন করতে ভিড় করেন কোচবিহার ও আসাম থেকে আসা পূরণার্থীরা।
সন্ধ্যা গড়াতেই ভিড় ক্রমশ বাড়তে থাকে। মেলার মাঠ ভিড়ে দিক দিক করছে। এছাড়া পুজো মন্ডপ গুলিতেও ভিড় উপচে পড়েছে। কোথাও কোথাও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। তিথি যাই হোক মহা অষ্টমীতে সেই পুরোনো ছন্দেই কোচবিহারবাসী।