ফাঁসিদেওয়ায় গরু পাচারে গ্রেফতার এক
আমুদরিয়া নিউজ : লরিবোঝাই গরু নিয়ে গ্রেফতার এক পাচারকারী। ঘটনাটি ঘটেছে ফাঁসিদেওয়ার মুরালীগছে।
জানা গিয়েছে, শুক্রবার মুরালীগছে নাকা তল্লাশির সময় একটি লরি দাঁড় করানো চেষ্টা করে পুলিশ। এ সময় সামনে পুলিশ দেখে লড়ি নিয়ে চম্পট দেয় চালক।পরে লরিটিকে আটক করা হলে সেখান থেকে উদ্ধার হয় ২৫টি গরু। উদ্ধার হওয়া গরুগুলির কোন বৈধ নথী পত্র ছিল না। ফলে গ্রেফতার করা হয় ওই লরি চালককে।