আমুদরিয়া নিউজ : মঙ্গলবার লোকসভায় এক দেশ এক ভোট বিষয়ক বিল পেশ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘাওয়াল ওই বিল পেশ করেন। তা হওয়ার সঙ্গে সঙ্গেই লোকসভায় বিরোধী সদস্য সদস্যারা তীব্র প্রতিবাদে ফেটে পড়েন। ইন্ডিয়া জোটের সকলেই ওই বিলের বিরোধিতা করে হইচই বাঁধিয়ে দেয়। বিরোধী সাংসদদের অভিযোগ, ওই এক ভোট এক দেশ বিষয়ক আসলে সংবিধানের মূল কাঠামোয় আঘাত করার সামিল।
তাঁদের সন্দেহ, ওই বিলের মধ্যে দিয়ে একনায়কতন্ত্র লাগু করার চেষ্টা হচ্ছে। কেন্দ্রের দাবি, বারবার ভোটের জন্য সময় ও খরচ দুই-ই বেশি হয়। সেটা বাঁচাতেই এই এক দেশ, এক ভোট বিল পেশ করা হয়েছে।