আমুদরিয়া নিউজ ডেস্ক: এক দেশ, এক ভোট, এই প্রস্তাব ‘বিপজ্জনক’, ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করলেন দেশের বিখ্যাত সিনেমা তারকা ও ব্যর্থ রাজনীতিক কমল হাসান। মাক্কল নিধি মাইয়াম (এমএনএম) প্রতিষ্ঠাতা নেতা কমল হাসান শনিবার এখানে বলেন.বলেন, এই এক দেশ, এক ভোট নীতি ভারতের প্রয়োজন নেই। তিনি কারও নাম না করে বলেছেন, ২০১৪-১৫ সালে যদি এক দেশ, এক ভোট হতো তা হলে এটি একক রাজনৈতিক সত্ত্বার পক্ষে যেত। অন্তত একটি সংবাদ সংস্থার রিপোর্ট তাই বলছে।কমল হাসান মনে করেন, এর ফলে একনায়কত্বের রমরমা হবে ভারতে, বাকস্বাধীনতা খর্ব হতে পারে এবং একজন নেতার আধিপত্যই শেষ কথা হতে পারে। একটি দৃষ্টান্ত দিতে গিয়ে. তিনি বলেন, সংবাদ সংস্থার এক রিপোর্টে প্রশ্ন তোলা হয়েছে, যদি একই সময়ে সমস্ত ট্রাফিক লাইট একই রঙে জ্বলে তবে কী হবে?”
তিনি একটি স্থবির নির্বাচনী প্রক্রিয়ায় জনগণকে চিন্তা করার এবং স্বাধীন পছন্দ করার সময় দেওয়ার গুরুত্বের উপর জোর দেন।
কমল হাসান নিজেকে একজন “ব্যর্থ রাজনীতিবিদ” হিসাবে উল্লেখ করেন। তিনি মনে করেন ব্যর্থতা স্থায়ী কিছু নয়। তিনি এটাও মনে করিয়ে দেন, যে প্রধানমন্ত্রীর পদও চিরস্থায়ী নয়। কারও নাম উল্লেখ না করে কমল হাসান জানিয়ে দিয়েছেন, যে গণতান্ত্রিক ভিত্তি মহাত্মা গান্ধী, ড. বি.আর. আম্বেদকর, এবং পণ্ডিত জওহরলাল নেহরু মতো নেতারা ধারাবাহিকভাবে রক্ষা করে দিয়েছেন, তাকে দুর্বল করার চেষ্টা অনেকবার হলেও পাল্টানো যায়নি এটা মনে রাখতে হবে সকলকেই।