আমুদরিয়া ডেস্কঃ এক দেশ এক ভোট, এই সংক্রান্ত রিপোর্ট কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদিত হল। বুধবার ওই রিপোর্ট পেশ হয়। তার পরেই তা অনুমোদন লাভ করে। বিজেপি বহুদিন ধরেই ‘এক দেশ, এক নির্বাচন’ বলছে। ক্ষমতাসীন হওয়ার পরে বিজেপি বিষয়টি নিয়ে এগোতে থাকে। এর পরে প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন কমিটিকে রিপোর্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়। সেই রিপোর্ট পেশ হয়েছে।
বুধবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হয়। সেখানেই রিপোর্ট অনুমোদন করা হয়। ওই রিপোর্টে দেশে একইসঙ্গে লোকসভা এবং প্রতিটি রাজ্যে বিধানসভায় ভোট করার সুপারিশ করা হয়েছে। সেই ভোটের ১০০ দিনের মধ্যে পুরসভা এবং পঞ্চায়েতের ভোট করার সুপারিশ রয়েছে।