আমুদরিয়া নিউজ : শুক্রবার সাতকালেই বাইসনের তান্ডবে ব্যপক আতঙ্ক ছড়ায় কোচবিহারের শুটকাবাড়ি গ্রাম পঞ্চায়েতের মোয়ামারি ধর্মের বাজার এলাকায়। বাইসনের হামলায় মৃত্যু হয়েছে একজনের জখম অনেক বলে স্থানীয় সূত্রে জানা গেছে। খবর পেয়ে বন কর্মী ও পুলিশের বিরাট বাহিনী এলাকায় পৌঁছায়। দীর্ঘক্ষনের চেষ্টায় বন কর্মীরা ঘুমপাড়ানী গুলি ছুড়ে বাইসনটিকে কাবু করতে সক্ষম হন। কাবু বাইসনটিকে জে সি বি করে নিয়ে যাওয়া হয়েছে। স্বাস্থ্য পরীক্ষার পর বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জখমদের কোচবিহার এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বন কর্মী ও পুলিশের সহায়তায়। সেখানেই তাদের চিকিৎসা চলছে। বন দপ্তর জানিয়েছে মৃত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে। ঘুমপাড়ানী গুলিতে কাবু বাইসনটিকে দেখতে প্রচুর মানুষ ভীড় জমান। বাইসনটি ধরা পড়ায় আতঙ্কমুক্ত হয়েছেন বাসিন্দারা। তবে তাদের দাবি এলাকায় বন কর্মীদের নজরদারী চালাতে হবে।