সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম, ২৩ ডিসেম্বর: আলিপুরদুয়ার জেলা পুলিশের কুমারগ্রাম থানার অন্তর্গত কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ রবিবার রাতে তিন এটি এম প্রতারককে গ্রেপ্তার করে। জানা গেছে রবিবার সন্ধ্যায় স্থানীয় একটি ছেলে কামাখ্যাগুড়ি বাজারে একটি এটিএম এ টাকা তুলতে যায়। সেই সময় সেখানে উপস্থিত দুইজন অত্যন্ত কৌশলে ছেলেটির এটি এম কার্ডটি পালটে দেয়। ছেলেটি বিষয়টি বুঝতে পেরে সাথে সাথে কামাখ্যাগুড়ি পুলিশ ফাঁড়িতে যায় ও অভিযোগ দায়ের করে । অভিযোগ পেয়ে পুলিশ তৎক্ষনাৎ কামাখ্যাগুড়ি বাজারে যায় ও দুজনকে ধরতে সমর্থ হয়। প্রতারকদের আরেক সঙ্গী গাড়ি নিয়ে পালাতে শুরু করে। পুলিশ তার পিছু ধাওয়া করে ভাটিবাড়ি বাজার থেকে তাকে গাড়িসহ পাকড়াও করে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিন জনের বাড়ি উত্তরপ্রদেশে। তারা উত্তর প্রদেশ থেকে বেরিয়ে বিহারের পূর্ণিয়া হয়ে কলকাতা যায় এবং কলকাতা থেকে দার্জিলিং হয়ে কামাখ্যাগুড়ি আসে। এখান থেকে তাদের গৌহাটি যাবার পরিকল্পনা ছিলো। পুরো রাস্তায় তারা এই ক্রাইম করতে করতে আসে ও কামাখ্যাগুড়িতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়। তাদের হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন ব্যাংকের একশো পনেরোটি এটি এম কার্ড, একটি চার চাকার নতুন গাড়ি, প্লাস্টিক স্ট্রিপ, বোথ সাইড টেপ তিনটি জাল আধার কার্ড,কয়েকটি মোবাইল ফোন। পুলিশ ধৃতদের বিরুদ্ধে নির্দিষ্ট আইনী ধারায় মামলা রুজু করে তাদের সোমবার আলিপুরদুয়ার জেলা আদালতে পাঠিয়েছে। এই প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশী শুরু করেছে পুলিশ।