আমুদরিয়া নিউজ : যৌতুকের দাবি পূরণ না হওয়ায় বিয়ে করতে আসলেন না বর। ভোপালের ঘটনা। বিয়ের সবই ঠিক ছিল। সব প্রস্তুতি শেষ। পরের দিন অনুষ্ঠান। হঠাৎ আগের দিন বরের ফোন আসে বহুমূল্যের থর গাড়ি বিয়ের উপহার হিসেবে দেওয়ার জন্য। কথাটা কোনওমতে টলিয়ে দেয় কনের পরিবারকে। এরপর বিয়ের দিন কনেপক্ষ ভোপালের কোহ-ই-ফিজা এলাকায় বিয়ের আসরেও হাজির হন। এসে পড়েন অতিথি অভ্যাগতরাও। তবে বর দেখা দেননি। প্রথমে মনে হয়েছিল কনের হবু জীবনসঙ্গী হয়তো মজা করছেন। কিন্তু পরে বোঝা যায় বরের না আসার কারণ যৌতুকের দাবি পূরণ না হওয়া।
