আমুদরিয়া নিউজ : বর্তমানে বাড়িতে পোষা কুকুর গুলির বেশির ভাগই এসির সাথে অভ্যস্ত হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিও ভাইরাল হয় যেখানে কুকুরটি নিজেই এসির সুইচ অন করছে। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কুকুর, যার নাম ডুডল, এসির সামনে দুই পায়ে ভর দিয়ে বসে তার মালিককে ডাকছে। পরে, সে এসি চালু করার চেষ্টা করে এসির বোতামে চাপ দেয়। এমনকি সে তার মালিকের সাথে এসি চালু করার পর তার হাতও নাড়াচ্ছে। একজন কমেন্টে লিখেছেন, অন্যের ওপর নির্ভর না করাই ভাল, গুড জব ডুডল। অন্য একজন বলেন , তাঁর বিড়ালটিও কেবল এসির সামনে বসে থাকে এবং তাঁরা এটি চালু না করা পর্যন্ত এটির দিকে তাকিয়ে থাকে।
