আমুদরিয়া নিউজ : কলকাতায় বন্ধ হতে পারে প্রকাশ্যে বসা মুরগির মাংসের দোকানগুলি। বদলে তৈরি হবে নির্দিষ্ট কসাইখানা বা ‘চিকেন স্লটারহাউস’। শুক্রবার এমনই ইঙ্গিত দেন বিজেপি কাউন্সিলর মীনা দেবী। রাস্তায় যেখানে সেখানে মুরগি কাটার দোকান থাকায় দৃশ্যদূষণ হয় ও রোগজীবাণু ছড়ায়।
সেই কারণেই এই পরিকল্পনার কথা ভাবা হচ্ছে, এতে কারোর জীবিকাতেও কোনো খারাপ প্রভাব পড়বে না।