করণদিঘি, ১১ সেপ্টেম্বরঃ চুরি রুখতে খোলা তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়েছিলেন এক পোলট্রি খামারের মালিক। আর তাতেই তড়িদাহত হয়ে মৃত্যু হল এক বাসিন্দার। গুরুতর আহত আরও এক। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার রসাখোয়া এলাকার ভোপলা গ্রামে ওই মর্মান্তিক ঘটনা ঘটেছে। তড়িদাহত হয়ে মৃত ব্যাক্তির নাম মহম্মদ মিরাজুল(৩২), তিনি বেতনা গ্রামের বাসিন্দা ছিলেন। এছাড়াও গুরুতর আহত হয়েছেন লালচাঁদ শেখ, যাকে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়েছে। তিনিও বেতঅনা গ্রামের বাসিন্দা।
এদিন ভোরে বেতনা গ্রামের ওই দুই বাসিন্দা মাছ ধরে ফিরছিলেন। রাস্তায় ভোপলা গ্রামে পোলট্রি ফার্ম মালিক মহম্মদ সাজিদ ফার্ম লাগোয়া একটি মুলো ক্ষেতে খোলা তার দিয়ে ঘেরাও করে বিদ্যুৎ সংযোগ দিয়ে রেখে ছিলেন বলে অভিযোগ। সেখানে তড়িদাহত হন তারা। একজন ঘটনাস্থলেই মারা যান। অন্যজনকে গুরুতর আহত অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে পাঠানো হয়। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়না তদন্তের পাঠায়। অভিযুক্ত পোলট্রি ফার্ম মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।