আমুদরিয়া নিউজ : রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শনিবার কুমারগ্রাম ব্লকের বারোবিশায় আসেন কালীপ্রতিমা দর্শনের উদ্দ্যেশ্যে। এদিন মূলত তিনি এসেছিলেন আলিপুরদুয়ার জেলার মাদারীহাট বিধানসভা আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী রাহুল লোহার এর সমর্থনে প্রচার করতে।
মাদারীহাটে প্রচার শেষ করে তিনি রাত দশটা নাগাদ এসে পৌঁছান বারোবিশায়। তিনি জানান, বারোবিশার বাসিন্দা তথা আলিপুরদুয়ার জেলা বিজেপির সম্পাদক বিপ্লব দাসের আমন্ত্রনেই তিনি বারোবিশায় এসেছেন কালীপ্রতিমা দর্শনের জন্য। বারোবিশায় তার সফর সৌজন্যমূলক। তিনি স্বল্প সময়ের জন্য বারোবিশায় এসে প্রথমে যান বারোবিশার একটি ক্লাব আয়োজিত কালীপুজো মন্ডপে ও মেলায়। সেখানে ৩৩ ফুট উঁচু কালীপ্রতিমা ও মেলা দর্শন করে বিরোধী দলনেতা যান বিজেপি নেতা বিপ্লব দাসের কালীপুজোর মন্ডপে। সেখানে তিনি প্রতিমা দর্শন করে উপস্থিত ভক্তদের শুভেচ্ছা জানান।
এদিন তাঁর সাথে ছিলেন আলিপুরদুয়ার এর সাংসদ মনোজ টিগগা, কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও, কালচিনির বিধায়ক বিশাল লামা সহ অন্যান্য নেতৃত্ব।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম