আমুদরিয়া নিউজ : অন্ধকারে জ্বলন্ত চোখ। মুখের মধ্যে যেন গোলাকার একটা কিছু। এভাবেই এক অজানা প্রাণী বসে আছে শিয়রের কাছে। বিছানায় শুয়ে এক মহিলা। অন্ধকারে হঠাৎ তার ঘুম ভেঙে যায়। সেই অজানা প্রাণীটিকে দেখে চিৎকার জুড় দেন মহিলা। হাতের সামনে ছিল বেড সুইচ। কাঁপতে কাঁপতে টিপে দেন আলোর সুইচ। আলো জ্বলতেই ব্যাপারটা খোলতাই হয়। আসলে বাড়ির পোষ্য কুকুরটি মুখে থালা নিয়ে বসে আছে। তার খিদে পেয়েছে। তবে মালিকের ঘুম সে ভাঙাবে না। তাই থালা মুখে নিয়ে চুপচাপ বসে ছিল। মালিক এদিকে অন্ধকারে ঘুমোতে গিয়ে তার জ্বলন্ত চোখ আর মুখ ধরে থাকা থালা দেখে ভিরমি যান আর কি! এই হরর কমেডির দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়েছে। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, খাওয়ার দাও। না হলে ভূত হয়ে ভয় দেখাব।
