আমুদরিয়া নিউজ : বাংলাদেশের পদ্মার ইলিশ পৌঁছে গেল শিলিগুড়ির বাজারেও। শুক্রবার সাতসকালেই চম্পাসারি এলাকার পাইকারি বাজারে পৌঁছেছে কয়েক টন ইলিশ। টানা বৃষ্টির মধ্যেই ইলিশ কিনতে খুচরো বিক্রেতাদের ভিড় উপচে পড়ে। সেই ইলিশ পাইকারদের কাছ থেকে চলে গিয়েছে বিধান মার্কেটের মাছ বাজারে। হায়দরপাড়া, সুভাষপল্লি, চম্পাসারি খুচরো বাজার, ঘোঘোমালি বাজারেও তা পৌঁছেছে।
বিক্রেতারা জানাচ্ছেন, তিন সাইজের পদ্মার ইলিশ এখনও অবধি এসেছে। ৫০০ গ্রাম থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১৫০০-১৬০০ টাকা কেজি। ৭০০ গ্রামের উপর থেকে ১ কেজি অবধি ওজনের ইলিশ গড়পরতায় ২০০০ থেকে ২১০০ টাকা কেজি। তার বেশি ওজনের ইলিশ ২৫০০ টাকা কেজি। বিক্রেতারা জানান, ডিমভরা ইলিশের চাহিদাও ভাল।
পাইকারি বাজার সূত্রে জানা গিয়েছে, আগামীকাল, শনিবার আরও বড আকারের ইলিশ পৌঁছবে। একজন বিক্রেতা জানান, পদ্মার ইলিশের ছাঁট মালও রয়েছে। তার দাম তুলনায় কম। এদিন শিলিগুড়িতে প্রবল বৃষ্টি। তা সত্ত্বেও নানা বাজারে খুচরো বিক্রেতাদের কাছ থেকে পদ্মার ইলিশ ভালই বিক্রি হয়েছে। খুচরো বিক্রেতারা জানান, শনিবার ও রবিবার ইলিশ আরও পৌঁছলে দামটা একটু কমতেও পারে।