আমুদরিয়া নিউজ : শনিবার তেলেঙ্গানার খাম্মামে ৮৭ বছর বয়সে মারা গেলেন দারিপল্লি রামাইয়া। খাম্মাম জেলায় এই বৃদ্ধ চেট্টু (গাছ) রামাইয়া বা বনজীবী নামেই পরিচিত ছিলেন। গত কয়েক দশক ধরে এক কোটিরও বেশি চারা রোপণের জন্য, তিনি ২০১৭ সালে পদ্মশ্রী সম্মান পেয়েছিলেন। মুখ্যমন্ত্রী এ রেবন্ত রেড্ডি রামাইয়ার মৃত্যুতে পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
