আমুদরিয়া নিউজ : বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি কাজী অনির্বাণের প্রয়াত হয়েছেন। ৩ অক্টোবর, সুইজারল্যান্ডে তাঁর মৃত্যু হয়েছে। তিনি কবির ছোট ছেলে কাজী অনিরুদ্ধর বড় সন্তান।
সংবাদ সংস্থা জানিয়েছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর মরদেহ কলকাতায় নিয়ে গিয়ে সমাধিস্থ করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। কাজী অনির্বাণ ছিলেন একজন চিত্রশিল্পী। তাঁর বাবা কাজী অনিরুদ্ধ ছিলেন বিখ্যাত সংগীতজ্ঞ ও জনপ্রিয় গিটারিস্ট।