আমুদরিয়া নিউজ : উত্তর প্রদেশের কোশাম্বিতে বাব্বর খালসা ইন্টারন্যাশনালের একজন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাতে ইউপি এসটিএফ এবং পাঞ্জাব পুলিশের যৌথ প্রচেষ্টায় অস্ত্র ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে। ধৃত পাঞ্জাবের অমৃতসরের বাসিন্দা লাজার মাসিহ। জানা গিয়েছে, তিনি বিকেআই-এর জার্মানি মডিউল পরিচালনা করে।
