আমুদরিয়া ডেস্ক: সংঘর্ষবিরতি লঙ্ঘন করে ফের জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার কাছে গুলি চালানোর অভিযোগ উঠল পাক সেনার বিরুদ্ধে। এই নিয়ে টানা ৬দিন নিয়ন্ত্রণরেখায় গুলি চালানোর অভিযোগ উঠল পাকিস্তানের বিরুদ্ধে। সেনার তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে ভারত-পাক নিয়ন্ত্রণরেখার কাছে জম্মু ও কাশ্মীরের নওশেরা, সুন্দরবানী এবং আখনুর সেক্টরে গুলি চালায় পাক সেনা।
বিনা প্ররোচনায় নিয়ন্ত্রণরেখার অপর প্রান্ত থেকে গুলি চালানো হয়। সেনা সূত্রে খবর, গুলি চলে কুপওয়ারা এবং বারামুলা জেলাতেও। পালটা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। বিশেষজ্ঞরা মনে করছেন, নিয়ন্ত্রণরেখায় গুলি চালিয়ে ভারতীয় সেনাকে ব্যস্ত রেখে সেই সুযোগে জঙ্গিদের নিরাপদে পাকিস্তানে ফিরিয়ে নিয়ে যেতেই এই কৌশল নিয়েছে ইসলামাবাদ। তাই সতর্ক রয়েছে ভারতও।