আমুদরিয়া নিউজ : আফগানিস্তানের কুনার প্রদেশের সারকানি জেলায় এবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে পাকি সেনাবাহিনী। শুক্রবার রাত ২টো নাগাদ পাকিস্তান সেনাবাহিনী হামলা করেছে। প্রাণ বাঁচাতে বাসিন্দারা অন্য এলাকায় সরেছেন। তালিবান সরকারের পক্ষ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি। গত ২ জানুয়ারি আফগানিস্তানে প্রথম হামলা করে পাকি বাহিনী। আফগানিস্তানে অন্তত ৫০ জন নিহত হয়। এর পরে পাকিস্তান সীমান্তের তালিবান যোদ্ধারা হামলা চালিয়ে কমপক্ষে ১৯ জন পাকিস্তানি সেনাকে হত্যা করে।
