১১ টেস্ট পর ঘরের মাঠে জয় পেল পাকিস্তান
আমুদরিয়া নিউজ : অবশেষে ঘরের মাঠে টেস্টে জয়ের স্বাদ পেল পাকিস্তান। ইংল্যান্ডকে ১৫২ রানে হারিয়ে সাড়ে তিন বছর এবং ১১ টেস্ট পর এই জয়ের দেখা পেল তারা। মুলতানের এই টেস্ট পাকিস্তানের জন্য সিরিজ বাচানোর লড়াই।
নোমান আলীর স্পিনে এই লড়াইয়ে জিতে গেল পাকিস্তান।