আমুদরিয়া নিউজ : মহিলারা কেন হবেন স্বাধীনচেতা! সোশ্যাল মিডিয়ায় পরিবারের মহিলাদের ছবি, ভিডিও শেয়ারে চরম আপত্তি! এক রাতেই মা, বোন, ভাগ্নি এবং বৌদিকে গলা কেটে খুন করল পাকিস্তানি যুবক। শনিবার পাকিস্তানের করাচির সোলজার এলাকায় এক ফ্ল্যাট থেকে ওই চার মহিলার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ওইদিনই খুনের দায়ে গ্রেপ্তার হয় বিলাল আহমেদ নামে ওই যুবক। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে সে। জিজ্ঞাসাবাদে বিলাল পুলিশকে জানায়, বোনকে শাস্তি দিতেই খুনের পরিকল্পনা। কিন্তু বাকিরাও বেঁচে থাকুক তা সে চায়নি। রাতে সবাই ঘুমিয়ে পড়তেই ধারাল অস্ত্র দিয়ে সকলের গলা কেটে খুন করে সে।