আমুদরিয়া নিউজ : এবার আফগানিস্তানের সঙ্গে সংঘাতে পাকিস্তান। মঙ্গলবার আফগানিস্তানের পাকতিকা প্রদেশে একাধিক বিমান নিয়ে হামলা চালিয়েছে পাকিস্তান। ফলে, সেখানে শিশু ও মহিলা সহ অন্তত ১৫ জন নিহত হয়েছেন বলে আফগান সংবাদ সংস্থা জানিয়েছে। পাকিস্তানের দাবি, জঙ্গি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে আফগানিস্তানের তালিবান সরকার।
তালিবান সরকারের পক্ষ তেকে জানানো হয়েছে, আফগানিস্তানের ভূমি ও সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের পদক্ষেপ করা হবে। আফগানিস্তান জানিয়েছে, হামলার উপযুক্ত জবাব পাকিস্তান পাবে। আফগান ভূখণ্ডে পাকিস্তানের এই হামলার ঘটনা এমন এক সময়ে ঘটল যখন পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে আফগানিস্তানের মাটিতে পাকিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত জঙ্গিদের উপস্থিতি নিয়ে উভয় দেশের মধ্যে উত্তেজনা রয়েছে।