আমুদরিয়া নিউজ : সিড়ডি সাই বাবার বাৎসরিক পুজোয় ভক্তদের ভিড় কোচবিহার শহরের স্টেশন চৌপথী সংলগ্ন মন্দিরে। বুধবার সিড়ডি সাই বাবার বাৎসরিক পুজো উপলক্ষে স্টেশন চৌপথী মন্দিরের সামনে থেকে পালকি যাত্রা বের হয়। সুসজ্জিত পালকিতে সাই বাবার প্রতিকৃতি নিয়ে এই পুন্য যাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এই পালকি যাত্রায় জাতি ধর্ম নির্বিশেষে কোচবিহার শহরের বহু ভক্ত সামিল হন। কোচবিহারের যুব নেতা বর্তমানে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিকের মূল উদ্যোগে এবছর এই পুজো ১২ তম বর্ষে পা দিল। এদিন দুপুরে পুজোর অঙ্গ হিসেবে এক বিরাট যজ্ঞানুষ্ঠান হয়। এছাড়া দিনভর নানা পুজো পাঠ ও আরতি অনুষ্ঠান হবে বলে জানা গিয়েছে। বাৎসরিক পুজো উপলক্ষে সেজে উঠছে সিড়ডি সাই মন্দির। সুন্দর আলোকসজ্জা করা হয়েছে। এদিনের পুজো অনুষ্ঠানে সস্ত্রীক উপস্থিত ছিলেন অভিজিৎ দে ভৌমিক। এছাড়া কোচবিহারের বিভিন্ন মহলের ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।