আমুদরিয়া নিউজ : ঘরের বাইরে বসেছিলেন স্বামী। বউ এসে খাবারের থালা ধরিয়ে দিয়ে গেল। বলল, আজকে শুধু পান্তা ভাত আর পেয়াজ। স্বামী জিজ্ঞাসা করলেন, তুমি কি খাবে ? বউ বললো, আমি এক গ্লাস জল খেয়ে নেব। বলে ভেতরে চলে গেলো। বাইরে বসে খাওয়ারের প্রথম গ্রাস তুলতে গিয়ে স্বামীর খেয়াল হলো, বউয়ের সঙ্গে একসাথে বসেই খাওয়া যাক। ভেতরে যেতেই দেখেন বউ তরকারি মাছ মাংস সাজিয়ে বসেছে খেতে। ভিডিও দেখে নেটিজেনদের কমেন্ট, বউয়ের পেট ভরানোর দায়িত্ব নিয়েছেন। আর কি করা!
