আমুদরিয়া নিউজ : এবার নতুন করে মেয়ের খুনের তদন্তের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ আরজি কর হাসপাতালে খুন হওযা তরুণীর বাবা-মা। বৃহস্পতিবার সকালে নতুন মামলার আর্জি জানিয়েছেন তাঁরা। তাঁদের কথায়, বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাঁদের ভরসা নেই। তাই নতুন করে খুনের তদন্তের নির্দেশ দেওয়ার আবেদন জানিয়েছেন তাঁরা। তাঁদের সন্দেহ, তদন্তের নামে তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে।