আমুদরিয়া নিউজ : শিক্ষায় নিয়োগ দুর্নীতি মামলায় ২ বছর ৩ মাস ধরে জেলে বন্দি পশ্চিমবঙ্গের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের আর্জির প্রেক্ষাপটে ইডিকে এক সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলল সুপ্রিম কোর্ট। বৃহস্পতিবার শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি সিটি রবিকুমার ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি হয়। সেখানে ইডির পক্ষে চার সপ্তাহ সময় চাওয়া হয়। কিন্তু, সর্বোচ্চ আদালত জানিয়েছে, এক সপ্তাহেই জানাতে হবে।