আমুদরিয়া নিউজ : সুপ্রিম কোর্ট পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল। তবে সব মামলায় নয়। শুধু ইডির মামলায় তাঁকে জামিন দেওয়া হল। সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে, ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। তার আগে চলতি মাসেই চার্জ গঠন করতে হবে ইডিকে। সেই সঙ্গে জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট।
এখনও সিবিআইয়ের মামলাটি নিম্ন আদালতে বিচারাধীন। এখনও তাতে জামিন পাননি পার্থ। ফলে এখনই তাঁর জেলমুক্তি হচ্ছে না। তবে জামিন পেলেও কোনও সরকারি পদে তিনি থাকতে পারবেন না। যদিও বেহাল বিধায়ক পদে থাকতে পারবেন বলে আদালত জানিয়েছে।