আমুদরিয়া নিউজ : নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় অসুস্থ হয়ে বর্তমানে এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের আইসিসিইউ-এ চিকিৎসাধীন। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তাঁর শারীরিক অবস্থা ভাল নয়। পার্থবাবুর রক্তে ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়ামের মাত্রা স্বাভাবিক নয় বলে একটি সূত্রে জানা গিয়েছে। শনিবার ফের মেডিকেল বোর্ডের সদস্যরা তাঁকে পরীক্ষা করেন। কয়েকদিন আগেই পার্থবাবু জেলে অসুস্থ হয়ে পড়েন। তাঁর বুকে ব্যাথাও রয়েছে। তাঁর হৃদযন্ত্রের অবস্থা কেমন সেটাও পরীক্ষা করা হচ্ছে।
