আমুদরিয়া নিউজ : কয়েকদিন আগে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডল জামিন পেয়েছেন। এর পরে দুদিন আগেই জামিন চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন রাদ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। কিন্তু, মঙ্গলবার তাঁকে প্রাথমিক শিত্রক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার দেখিয়ে আবার হেফাজতে নিয়ে জেরা করার আর্জি জানিয়েছে সিবিআই। আদালত সেই আবেদন মঞ্জুর করেছে। ফলে, জামিন পাওয়া পার্থবাবুর পক্ষে কতটা সহজ হবে তা নিয়েই চলছে আলোচনা।