আমুদরিয়া নিউজ : সুরাট থেকে ব্যাংকক। মাত্র ৪ ঘণ্টার উড়ান। বড়দিনের প্রাক্কালে এই রুটে নতুন বিমান চালু করেছে একটি উড়ান সংস্থা। গত শুক্রবার ছিল প্রথম উড়ান। ইন্টারন্যাশনাল ফ্লাইটে মদ সরবরাহ করে প্রায় সব উড়ান সংস্থা। সেই মত ৩০০ যাত্রী নিয়ে সুরাট থেকে বিমান উড়তেই মদ সরবরাহ শুরু হয়। যাত্রীদের মদ দিতে দিতে হাঁপিয়ে যায় বিমানের ক্রু মেম্বাররা। সঙ্গে গুজরাটি স্ন্যাকস। আশ্চর্য হল, ব্যাংকক পৌঁছনোর আগেই বিমানে থাকা ১ লক্ষ ৮০ হাজার টাকার মদ শেষ হয়ে যায়। প্রায় ১৮ লিটার মদ ৪ ঘন্টার মধ্যে শেষ।
