আমুদরিয়া নিউজঃ দূরপাল্লার ৭ টি নতুন রকেট বাসের পথ চলা শুরু হল। সোমবার কোচবিহারে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের কেন্দ্রীয় বাস টার্মিনালে আনুষ্ঠানিকভাবে এই ৭ টি নন এসি রকেট বাসের উদ্বোধন হয়। এর ফলে দূরপাল্লার রুটে যাত্রী পরিষেবার মানোন্নয়ন হবে বলে মনে করা হচ্ছে। এদিন ফিতে কেটে এই রকেট বাস পরিষেবার উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায়, কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অন্যান্য আধিকারিক ও কর্মীরা। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম সূত্রে জানা গিয়েছে, মোট ১২ টি রকেট বাস কেনা হয়েছে। প্রতিটি বাসের দাম ৪১ লক্ষ টাকা। ৫ টি বাস আগেই উদ্বোধন হয়ে গেছে। তার মধ্যে ৩ টি এসি এবং ২ টি নন এসি। এগুলি কোচবিহার – কলকাতা, শিলিগুড়ি- কলকাতা রুটে চলছে। এদিন বাকি ৭ টি নন এসি রকেট বাসের উদ্বোধন হল। এগুলি কোচবিহার- কলকাতা, বহরামপুর- কোচবিহার, রায়গঞ্জ ভায়া কলকাতা রুটে চলবে বলে জানা গিয়েছে।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ও পরিবহণ মন্ত্রীর নির্দেশে ১২ টি রকেট বাস কেনা হয়েছে। এই রকেট বাসগুলি আসায় যুগান্তকারী পরিবর্তন এলো। পুরোনো বাসগুলি রিপ্লেস করে অন্য রুটে চালানো হবে। সেই বাসগুলি বাণিজ্যিক ভাবেও চালানো হবে। ৫ টি নতুন রকেট বাস ইতিমধ্যে চলছে। এদিন বাকি ৭ টি নতুন রকেট বাস উদ্বোধন করা হলো। নতুন বাস গুলি পাওয়ায় যাত্রী পরিষেবা নতুন মাত্রা পেল। এই জন্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।