আমুদরিয়া নিউজঃ রাসমেলায় প্রতি বছরই রকমারি খাবারের দোকান থাকে। তবে প্রতি বছরই নতুন কোনো চমক দেখা যায় । যার রসনা নিতে উৎসাহী মানুষ ভিড় জমায় সেই সব ফুড স্টলে। রাসমেলার খাইবার পাসে এবছর শুরু থেকেই খাদ্য রসিকদের মন জিতেছে গোপাল ভাঁড়ের পোলাও। মাটির ভাঁড়ে বিভিন্ন রকমের পোলাও- এর স্বাদ নিতে মেলায় আগত মানুষের ব্যপক উৎসাহ দেখা গিয়েছে। রাজা কৃষ্ণ চন্দ্রের সভাসদ গোপাল ভাঁড় ছিলেন ভোজন রসিক।
তাই রাসমেলায় ভোজন রসিকদের রসনা মেটাতে চিংড়ি পোলাও, ইলিশ পোলাও, মটন পোলাও, চিকেন পোলাও এর মতো লোভনীয় খাবার নিয়ে হাজির হয়েছে এই ফুড স্টলটি। তবে চিংড়ি পোলাও এবং ইলিশ পোলাও এর চাহিদা অনেক বেশি দেখা গেল। মাটির ভাঁড়ে পরিবেশিত এই পোলাওয়ের মূল্য ১৮০ টাকা। রাসমেলার শেষ দিনে পোলাও খেতে থিকথিকে ভিড় দেখা গেল এই দোকানে। চিকেন ও মটন বিরিয়ানি প্রায়ই খাওয়া হয় তাই বিশেষ করে চিংড়ি এবং ইলিশ পোলাও এর মজা নিতে মানুষের আগ্রহ বেশি বলে জানা গিয়েছে।