আমুদরিয়া নিউজ : স্থায়ী উপাচার্য,রেজিস্ট্রার নিয়োগ, স্নাতক পরীক্ষার ফর্ম ফিলআপের ফি কমানোর দাবিতে বিক্ষোভ মিছিল করল ডিএসও। সোমবার সংগঠনের পক্ষ থেকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করার পর উল্লেখিত একাধিক দাবিকে সামনে রেখে ডেপুটেশন জমা দেওয়া হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক আসিফ আলম, বিশ্ববিদ্যালয় ইউনিটের সম্পাদক সুনির্মল অধিকারী সহ আরও অনেকে। এদিন সংগঠনের নেতা অসিফ আলম জানান, এআইডিএসও-র পক্ষ থেকে কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনে কলেজগুলিতে স্নাতকের ছাত্রছাত্রীদের ফি কমানোর বিষয়ে আজ স্মারকলিপি প্রদান করা হল। বিশ্ববিদ্যালয়ে স্থায়ী ভিসি ও রেজিস্ট্রার নিয়োগ সহ পর্যাপ্ত শিক্ষক নিয়োগের দাবিও জানান তিনি।
