আমুদরিয়া নিউজ : পেরুর প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে ব্রাজিলে আটলান্টিক মহাসাগরের উপকূলের সংযোগ স্থাপনকারী একটি আন্তর্জাতিক এক্সপ্রেসওযে তৈরি হয়েছে{ সেই কাজের কিছু অংশের বরাত পাইযে দিতে কোটি কোটি টাকা ঘুষ নেওযার অভিযোগ উঠেছিল পেরুর প্রাক্তন প্রেসিডেন্ট আলেজান্দ্রো টলেডোর বিরুদ্ধে। তিনি ২০০১ সাল থেকে ২০০৬ সাল অবধিওই পদে ছিলেন। সেই মামলার রায় সোমবার জানা গিয়েছে। তাতে তাঁকে ২০ বছর জেল দেওয়া হয়েছে। আলেজান্দ্রোর বয়স এখন ৭৮ বছর। তিনি উচ্চ আদালতে আপিল করবেন বলে জানান।