আমুদরিয়া নিউজ : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তলানিতে। গত তিন বছরে এতটা দাম পড়েছে এই প্রথম। সেই সুযোগে ভারতের তেল বিপণনকারী সংস্থাগুলি লাভ ঘরে তুলছে।
সকলের প্রশ্ন, দাম কবে কমবে!
সোমবার ৩০ সেপ্টেম্বর কলকাতায় ইন্ডিয়ান অয়েলের পেট্রল পাম্পে লিটার প্রতি পেট্রল ও ডিজ়েলের দাম ছিল যথাক্রমে ১০৪ টাকা ৯৫ পয়সা ও ৯১ টাকা ৭৬ পয়সা। প্রায় দুই বছর ধরে ভারতে জ্বালানি তেলের দাম চড়া। বছরের গোড়ায় লিটার প্রতি ২ টাকা কমলেও এখন বেড়েই চলেছে।