আমুদরিয়া নিউজ : স্ত্রী কেন রাত ১১টায় পুজো বসেছে আছেন, এই নিয়ে ঝগড়া শুরু হয় স্বামীর সঙ্গে। সে সময়ে স্বামী তাঁর স্কুটারের জন্য রাখা পেট্রোলের বোতল স্ত্রীর গায়ে ঢেলে দেন। পুজোর ঘরে থাকা কোনও আগুনের শিখা থেকে স্ত্রীর গায়ে আগুন ধরে যায়। স্ত্রীকে বাঁচাতে তাঁকে জড়িয়ে ধরেন স্বামী। দুজনেই দাউদাউ করে জ্বলতে থাকেন।
দুই ছেলে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে। তারাও জখম হয়। প্রতিবেশীরা গিয়ে চারজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। স্বামী-স্ত্রীর অবস্থা আশঙ্কাজনক। দুই ছেলেও বেশ জখম। বৃহস্পতিবার রাতে তামিলনাড়ুর তত্রিচি এলাকার ঘটনা।