আমুদরিয়া নিউজ : বাড়ি আর সুইমিং পুলের মাঝে একটি মাত্র কাঠের অনুচ্চ বেড়া। সহজেই সেই বেড়া টপকে চলে যাওয়া যায় সুইমিং পুলে। সেই সোজা পথই দেখল বাড়ির সারমেয়। জাতে গোল্ডেন রিট্রিভার। জলে ডুব দিয়ে প্রমোদ করা তার জাতের স্বভাবসিদ্ধ। মালিককে না জানান দিয়েই সোজা বেড়া টপকে সুইমিং পুলে। আর কে পায় তাকে ? খালি জলে ডুব দেয় আর হাত পা নাড়িয়ে জলে ছপ ছপ শব্দ তোলে। মালিক এসে সুইমিং পুলে নিজের পোষ্যটিকে দেখে না হেসে পারেন না। এ যেন দুধে শিশু। সহজে সুইমিং পুল থেকে নড়তে আর চায় না। মালিক যতই তাকে টেনে পুল থেকে বের করতে চেষ্টা করেন ততই সে জলে ফিরে যায়। সম্প্রতি ভাইরাল হওয়া এই রিলে কমেন্টের ঝড়। তাতে একটি কমেন্ট, তোমায় বকবে কার সাধ্যি ?
