আমুদরিয়া নিউজ : পদার্থবিজ্ঞানী রঞ্জিত নায়ার, যিনি সেন্টার ফর ফিলোসফি অ্যান্ড দ্য ফাউন্ডেশনেস অফ সায়েন্স প্রতিষ্ঠা করেছিলেন, সোমবার নয়াদিল্লিতে মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৭০। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যা এবং দর্শনে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন। তাঁর লেখা গুলির মধ্যে রয়েছে, মাইন্ড, ম্যাটার অ্যান্ড মিস্ট্রি এবং দ্য রিপাবলিক অফ সায়েন্স। বুধবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
