আমুদরিয়া নিউজ : কুয়াশার কারণে ফের দুর্ঘটনা। মঙ্গলবার ভোরের দিকে নদীয়ায় জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগায় পিক আপ ভ্যানের আরোহী তিন জনের মৃত্যু হয়েছে। শান্তিপুর এলাকায় কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে একটি পিক আপ ভ্যান। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই গাড়ির তিনজনের। কুয়াশার জন্যই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।