আমুদরিয়া নিউজ : ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান লস এঞ্জেলস থেকে চিনের দিকে রওনা হওয়ার কিছু পরে ফের ইউ টার্ন নেয়। সেটি ফের লস এঞ্জেলসে নামে। সব যাত্রীরা হইচই করে ওঠেন। তখন পাইলট জানান, তিনি পাসপোর্ট নিতে ভুলে গিয়েছেন। তাই পাসপোর্ট নিতে উড়ান ইউ টার্ন নেয়। পাসপোর্ট নেওয়ার পরে সেটি চিনের দিকে উড়ে যায়।
