আমুদরিয়া নিউজ ডেস্ক: দার্জিলিং পাহাড়েও চালু হল পিঙ্ক পেট্রোল ভ্যান। পুলিশের এই নজরদারি গাড়িতে শুধু মহিলা পুলিশই থাকবেন।
তারা মহিলা কলেজ, হস্টেল সহ মহিলাদের যাতায়াত যে এলাকায় বেশি সেখানে নজরদারি চালাবেন। উত্তরঙ্গের আইজি রাজেশ যাদব ওই পিঙ্ক পেট্রোলের উদ্বোধন করেন দার্জিলিঙে। এর আগে কোচবিহার, কালিম্পঙে পিঙ্ক পেট্রোল চালু হয়েছে।