আমুদরিয়া নিউজ : এবার পুরোদস্তুর রাজনৈতিক নেতা হয়ে গেলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর সংক্ষেপে পিকে। কারণ, সোমবার ভোরে পিকেকে গ্রেফতার করেছে বিহার পুলিশ। পিকে বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) পরীক্ষায় অনিয়মের অভিযোগে পাটনার গান্ধী ময়দানে আমরণ অনশনে বসেছিলেন। তাঁকে সেখান থেকে গ্রেফতার করে আদালতে হাজির করানো হবে। পিকে কয়েক মাস আগে জন সুরয পার্টি নামে দল গড়েছেন। সেই দলের পক্ষ থেকে বিপিএসসি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের যে দাবি তুলেছেন পরীক্ষার্থীরা তাতে সমর্থন জানানো হয়েছে। তাঁদের সমর্থনে গত ২ জানুয়ারি থেকে আমরণ অনশনে বসেন প্রশান্ত। অনশনের ৫ দিনের মাথায় তাঁকে গ্রেফতার করা হল।
এর পরেই বিহারের রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যাচ্ছে, কয়েকজন প্রবীণ রাজমনীতিক বলেছেন, আন্দোলন করতে নেমে গ্রেফতার হওয়ায় পুরোস্তুর রাজনৈতিক নেতার স্বীকৃতি মিলে গেল পিকের।