আমুদরিয়া নিউজ : এবার বিয়ের আসরে নবদম্পতি প্ল্যাকার্ড ঝুলিয়ে সেতুর দাবিতে গলা মেলালেন। এমনই অভূতপূর্ব বিয়ের আসর দেখা গেল কোচবিহারের ১ নম্বর ব্লকের শিয়ালদহ প্রথম খণ্ড গ্রামে। জায়গাটা রাশিডাঙা ২ নম্বরের মধ্যে পড়ে। যিনি এই দাবিতে দু বছর আগে বেঙ্গালুরু থেকে কোচবিহার অবধি সাইকেল চালিয়ে জনমত সংগ্রহ করেছেন। সেতুর দাবিতে প্রায় ৩ হাজার কিলোমিটার সাইকেল নিয়ে পাড়ি দিতে পারেন যিনি, সেই জয়ন্ত যে নিজের বিয়ের আসরে তা নিয়ে সরব হবেন সেটা অবস্য কেউ ভাবতে পারেননি। মঙ্গলবার, ২৬ নভেম্বর তাঁর বিয়ের আসরে দেখা গেল ফাঁসিরঘাটে সেতুর দাবিতে প্ল্যাকার্ডে ছয়লাপ। হাতে হাতে তা নিয়ে ঘুরছেন আমন্ত্রিতরা। নবদম্পতিও সেই প্ল্যাকার্ড নিয়ে ছবি তুললেন। স্লোগানও দিলেন।
জয়ন্তর কথায়, বিয়ে যেমন গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ কোচবিহারের জন-জীবনে ফাঁসিরঘাটে সড়ক সেতুর দাবি। হাজার হাজার মানুষ প্রতিদিন এই ফাঁসির ঘাট দিয়ে পারাপার করে শহরে প্রবেশ করেন। বছরের অধিকাংশ সময় প্রতিকূল জলস্রোতের কারণে এই নৌকা ঘাটে পারাপার বন্ধ থাকে। শীতের সময় সাঁকোর বন্দোবস্ত হয় বটে তবে তা হয় খরচ সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। জয়ন্ত বর্মন দীর্ঘদিন থেকেই ফাঁসিরঘাট সেতু আন্দোলন কমিটির সঙ্গে যুক্ত।
জয়ন্ত জানান, বিয়ের অনুষ্ঠানে বহু লোকের সমাগম হবে। তাই তিনি গোটা প্যান্ডেল জুড়ে ফাঁসিরঘাটে সড়ক সেতুর দাবিতে ব্যানার ঝুলিয়ে দেন। উদ্দেশ্য হল, এই সড়ক সেতুর দাবি পাড়ায়-মহল্লায়, চায়ের দোকানে, বিয়ের আসরে উঠবে তত দাবির প্রতি গুরুত্ব দেবে রাজ্য সরকার। রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে যতরকম ভাবে সম্ভব সেতুর দাবিতে প্রচার করতে হবে বলে তিনি জানান।
জয়ন্তবাবুর অভিনব উদ্যোগ সফল হোক।