আমুদরিয়া নিউজ : দক্ষিণ ফ্লোরিডার বোকা র্যাবটনে একটি মহাসড়ক এবং রেলপথের কাছে তিনজন যাত্রী বহনকারী একটি ছোট বিমান বিধ্বস্ত হয়। দুর্ঘটনায় ৩ যাত্রীর সকলেই নিহত হন। ১ জন আহত হয়েছেন ঘটনাটি শুক্রবারের। বোকা র্যা টন পুলিশ জানিয়েছে যে, দুর্ঘটনাস্থলের কাছাকাছি বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল।
