আমুদরিয়া নিউজ : ইংরেজি বছরের প্রথম দিনে কেক কেটে ও নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে সুচনা হলো আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা উচ্চ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তীর। এদিন স্কুল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে স্কুলের প্লাটিনাম জয়ন্তীর সূচনা হয় স্কুলকে আলোকসজ্জায় সজ্জিত করার মধ্য দিয়ে। এরপর বিদ্যালয়ের ভবনে বিদ্যালয় প্রতিষ্ঠাতা যোগেন্দ্র নাথ সরকার, বিদ্যালয় শুরু হয়েছিলো যার নামে সেই চন্দ্র মোহন রায় ও জমিদাতা ঘুমারু মোহন রায়, এই তিন জনের নামে তিনটি ব্লক উদ্বোধন করা হয়। এরপর কেক কেটে সুচনা হয় প্লাটিনাম জয়ন্তীর। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিমল কুমার বসুমাতা ও বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি মুকুল তরফদার জানান ঊনিশশো একান্ন সালে এই বিদ্যালয়ের পথচলা
শুরু হয়েছিলো যোগেন্দ্র নাথ সরকার মহাশয়ের উদ্যোগে ও এলাকার বেশ কয়েকজন শিক্ষানুরাগী ব্যক্তির সহায়তায় । ঊনিশশো তিপ্পান্ন সালে বিদ্যালয় পঞ্চম ও ষষ্ঠ শ্রেনীর সরকারি অনুমোদন লাভ করে। এরপর বিদ্যালয়ধাপে ধাপে সপ্তম, অষ্টম, নবম ও দশম , একাদশ দ্বাদশ শ্রেনীর সরকারি অনুমোদন লাভ করে। বর্তমানে কলা, বানিজ্য ও বিজ্ঞান বিভাগে পঠন পাঠন চলছে। দুহাজার পঁচিশ সাল বছরভর বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্লাটিনাম জয়ন্তী উদযাপিত হবে। দুহাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসে হবে এই অনুষ্ঠানের সমাপ্তি।
এদিন সূচনা পর্বের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওঁরাও, কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি জয়প্রকাশ বর্মন, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা গন, ছাত্র ছাত্রী, অভিভাবকগন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগন।
সুকুমার রঞ্জন সরকার, কুমারগ্রাম