আমুদরিয়া নিউজ : রঙ খেলুন। তবে পথকুকুরদের যেন কেউ রঙ না দেন। মুর্শিদাবাদের বেলেডাঙ্গার আন্ডিরণ প্রাথমিক বিদ্যালয়ের এমনই বার্তা। সম্প্রতি ওই স্কুলের ১৭৭ জন ছাত্রছাত্রী পালন করল বসন্ত উৎসব। সেখানে তাদের বার্তা ছিল, দোলের রং লাগুক মানুষের মনে। তবে তা যেন না লাগে রাস্তার নিরীহ পথকুকুরদের গায়ে। এ ছাড়া রং খেলা এবং রং তোলার জন্য অকারণে জল অপচয় না হয় ইত্যাদি।
