আমুদরিয়া নিউজ : প্রায় যাঁর জীবনের উপরেই থ্রি ইডিয়টসের রাঞ্চো চরিত্রটি সৃষ্টি করা হয়েছিল, বাস্তবের সেই পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুককে পুলিশ আটক করেছে।
সোমবার রাতে দিল্লির সীমানায় তাঁকে ও সঙ্গে থাকা ১২০ জনকে পুলিশ ধরে থানায় নিয়ে গিয়েছে। তাঁরা লাদাখ থেকে দিল্লি চলো অভিযানে নেমেছেন। লাদাখের উন্নয়নের জন্য একাধিক দাবি রয়েছে তাঁদের। সেই দাবি সামনে রেখেই এক মাস আগে লাদাখ থেকে পদযাত্রা শুরু করেন। সোমবার দিল্লির সীমান্তে পৌঁছলে পুলিশ তাদের থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, দিল্লিতে জমায়েতের উপরে নিষেধাজ্ঞা জারি থাকায় এতজনকে ঢুকতে দেওয়া হয়নি।