আমুদরিয়া নিউজ : বুধবার দুপুরে বয়েজ কমন রুমে সিগারেট খাওয়া নিয়ে দুই দল ছাত্রের মধ্যে তুমুল গোলমাল হল দিনহাটা কলেজে। মারপিট শুরু হলে তা থামানো যাচ্ছিল না। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ৭ জন ছাত্রকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরে পরিস্থিতি শান্ত হয়। আপাতত বয়েজ কমন রুম তালাবন্ধ।