আমুদরিয়া নিউজ : মালদার ইংরেজবাজারে তৃণমূল নেতা দুলাল সরকারকে (বাবলা) খুনের মামলায সেখানকার শহর তৃণমূল সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিকে জেরার জন্য ডাকল পুলিশ। যা নিয়ে হইচই পড়েছে। তবে নরেন্দ্রনাথবাবু দাবি করেছেন, তিনি কোনদিন খুনের রাজনীতি করেননি।
তিনি কোনদিন ভাবতে পারেননি এমন অভিযোগের মুখে পড়তে হবে।